বিনোদন ডেস্ক : বেসরকারি টেলিভিশন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ শ্রেষ্ঠ ব্যান্ড হিসেবে পুরস্কৃত হল জনপ্রিয় ব্যান্ড চিরকুট। বছরব্যাপী দেশে ও বিদেশে বাংলাদেশি ব্যান্ড হিসেবে প্রশংসনীয় ভূমিকা রাখার পাশাপাশি ‘মাটিগীতি’ শিরোনামের অডিও-ভিডিও অ্যালবামের ‘খালাস’-গানটির জন্য পুরস্কৃত হয় তারা।
বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ পুরস্কার গ্রহণ করেন চিরকুট ব্যান্ডের সদস্যরা। তাদের হাতে পুরস্কারটি তুলে দেন ব্যান্ড তারকা মানাম আহমেদ।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় চিরকুট ব্যান্ডের ভোকাল সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, আমরা তৃতীয়বারের মত এই বিশেষ পুরস্কারটি পেলাম। অনুভূতি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা নদী বয়ে যাওয়ার মতো। অনেক কস্টের পর সূর্য দেখার মত। লক্ষ কোটি মানুষের ভালোবাসার মত। কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে।
ব্যান্ড মিউজিকের অন্যতম পথিকৃৎ, কিংবদন্তী আইয়ূব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে এই প্রাপ্তি ভক্তদের উৎসর্গ করেছে চিরকুট।
অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেরশিল্পী একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। এবারের আয়োজনে ‘আজীবন সম্মাননা’সহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.