কোহলিকে প্রপোজ করা নারী ক্রিকেটার বিয়ে করলেন আরেক নারীকে

ইংল্যান্ড নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড নারী ক্রিকেট দলের খেলোয়াড় ড্যানিয়েল ওয়াট ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিত নাম। এর বড় একটি কারণ হচ্ছে, বিশ্ব ক্রিকেটের অন‌্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলিকে একবার তিনি জনসমক্ষেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। যদিও তা বাস্তবে সম্ভব হয়নি। কিন্তু ওয়াট এবার দীর্ঘদিনের বান্ধবী জিওর্জি হজের সঙ্গে বিয়ে সেরে নিয়েছেন।

ইংল্যান্ড নারী ক্রিকেটার

ওয়াট ও হজের গত বছরেই বাগদান হয়ে গিয়েছিল। এবার মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকমাস আগেই এবার বিয়েটাও সেরে ফেললেন। গতকাল সোমবার তার দীর্ঘদিনের বান্ধবী জিওর্জি হজের সঙ্গে বিয়েটা অফিসিয়ালি করেই ফেললেন।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তাদের এই সমপ্রেম সম্পর্ক অর্থাৎ বিয়ের কথা জানিয়েছেন ড্যানিয়েল। সাদা পোশাকে ছবিতে ড্যানিয়েল এবং জিওর্জিকে একে অপরের হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। ড্যানিয়েলের হাতে রয়েছে আবার একতোড়া সাদা ফুল।

গত রবিবার চেলসির ওল্ড টাউন হলে বিয়েটা সেরেছেন দুজন। ড্যানিয়েলের জীবনসঙ্গীনী জিওর্জি আবার পেশায় ফুটবল এজেন্ট। প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকাতে এক রোমান্টিক পরিবেশে নিজেদের বাগদান সেরেছিলেন দুজনে।

অজয়ের বন্ধুকেই মনে-মনে পছন্দ করতেন তাঁর স্ত্রী অভিনেত্রী কাজল, কে সেই ব্যক্তি?

এবার ইন্সটাগ্রামে এবং এক্সে নিজেদের বিয়ের একাধিক ছবি পোস্ট করেছেন তারা। যেখানে নিজেদের বিয়ের গাউনে রাস্তা দিয়ে হাতে হাত ধরে চলার ছবির পাশাপাশি রোমান্টিক চুম্বনের ছবিও দিয়েছেন তারা। ক্যাপশনে লিখেছেন ‘ মেকিং ইট অফিসিয়াল ….. রোল অন পিটি২।’ অর্থাৎ নিজেদের বিয়ের কথা অফিসিয়ালি জানালেন তাঁরা। এরপর তাঁরা সকার এইড সেলিব্রেটি ম্যাচও দেখেন। যেখানে ইংল্যান্ডের একাদশ, বিশ্ব একাদশকে স্ট্যামফোর্ড ব্রিজে ৬-৩ গোলে হারিয়ে দেয়।

Powered by atecplugins.com