আন্তর্জাতিক ডেস্ক : লাইভে সংবাদ পাঠের সময় হঠাৎ একটি মাছি উপস্থাপিকার চোখে বসে। এক পর্যায়ে মাছিটি ওই উপস্থাপিকার ঠোটের ওপর বসলে তিনি তা গিলে ফেলেন। এরপর তিনি এমন ভঙ্গি করেন যেন কিছুই হয়নি। কিছুদিন আগে মার্কিন সম্প্রচারমাধ্যম বোস্টন টুয়েন্টি ফাইভ নিউজের উপস্থাপিকা ভ্যানেসা ওয়েল্চের সাথে এমন ঘটনা ঘটেছিল। আর এই ঘটনার পর তার প্রশংসায় ভাসেন নেটিজেনরা।
তবে নতুন খবর হলো, সেই ভ্যানেসাকে আর উপস্থাপিকার ভূমিকায় দেখা যাবে না। কারণ তিনি তার চাকরি চেড়ে অন্য চাকরিতে যোগ দিচ্ছেন।
বোস্টন হেরাল্ডের খবরে বলা হয়, ২০১৫ সালে বোস্টন টুয়েন্টি ফাইভ নিউজে যোগ দিয়েছিলেন ভ্যানেসা। সেই হিসেবে বোস্টন টুয়েন্টি ফাইভ নিউজে ৯ বছরসহ মোট ২৫ বছরের ক্যারিয়ার ছেড়ে অন্য চাকরিতে যোগ দিচ্ছেন তিনি।
এ বিষয়ে ভ্যানেসা বলেন, আমি একটি নতুন চাকরি পেয়েছি। এটি টেলিভিশন ইন্ডাস্ট্রির বাইরে। আমি এই ধরনের সুযোগ পাওয়ায় অনেক আনন্দিত। কারণ আমি এই চাকরিতে যোগদানের মাধ্যমে আমার পরিবার ও সন্তানদের বেশি সময় দিতে পারব। আমি আমার পরিবারের কাছাকাছি থাকতে পারব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।