সম্মান রক্ষার লড়াই আজ বাংলাদেশের

bd

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগের পরিবেশের সঙ্গে পরিচিত হতে আগেভাগে যুক্তরাষ্ট্রে অবস্থান নিয়েছে বাংলাদেশ। সেখানে আয়োজক দেশের সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে টাইগাররা। আজ রাত ৯টায় সিরিজের দ্বিতীয় ম্যাচ।

bd

হেসেখেলে সিরিজটা খেলে মূল প্রতিযোগিতায় নামার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু পরিস্থিতি এমনই পর্যাযে এখন হেসেখেলে আর সিরিজটা পার করার সুযোগই নেই। বরং বাংলাদেশের ক্রিকেটের ইজ্জত বা সম্মান বাঁচানোর সিরিজে রূপ নিয়েছে এটি। অর্থনীতি, জ্ঞান, বিজ্ঞান, সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে যুক্তরাষ্ট্র। খেলাধূলায় তার যে ব্যতিক্রম কিছু তা নয়। বেশির ভাগ খেলাতেই পরিস্থিতিটা ঠিক একই রকম। ব্যতিক্রম শুধু ক্রিকেট। এই খেলায় বাংলাদেশ থেকে যোজন যোজন পিছিয়ে যুক্তরাষ্ট্র। কাগজে কলমে এমনটা দেখালেও এখন কিন্তু তা বলার কোনো উপায় নেই। বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচের পর।

সিরিজের প্রথম ম্যাচে ইতিহাস তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্রিকেট দল। জম্ম দিয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অঘটনের। কাগজে কলমে শক্তির বিস্তর ব্যবধান থাকলেও বাংলাদেশকে হারিয়ে যুক্তরাষ্ট্র সিরিজে এগিয়ে রয়েছে। এখন সিরিজ জয়ের স্বপ্নও দেখছে। বাকি দুই ম্যাচের একটিতে জয় যুক্তরাষ্ট্রের ক্রিকেটে আরও এক ইতিহাস রচনা করবে। কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ম্যাচ জয়ের পর সিরিজ জয়েরও ইতিহাস গড়বে তারা।

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা প্রকট হয়ে ধরা দিয়েছিল। বেশির ভাগ নামী ব্যাটার তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। খেলতে পারেননি দায়িত্বশীল ইনিংস। লজ্জা ঢাকতে হলে আজকের ম্যাচে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানদের ব্যর্থতার খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে।

বল হাতে বোলারদের আরও বেশি সতর্ক হতে হবে। তবে কাজটা যে সহজ নয়, তা ভালোভাবেই প্রথম ম্যাচে টের পেয়েছে বাংলাদেশের ব্যাটার বোলাররা। মানসিকভাবে চাপে থাকা বাংলাদেশকে আরো বেশি করে চেপে ধরার জন্য যে হারমিত সিং, কোরে অ্যান্ডারসনরা উম্মুখ হয়ে আছে তা বলাই বাহুল্য। এই দুই ব্যাটার প্রথম ম্যাচে বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল। ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ খুব বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও বোলারদের কল্যাণে ভালোভাবেই ম্যাচে ছিল। কিন্তু শেষ দিকে হারমিত সিং ও কোরে অ্যান্ডারসনের বিধ্বংসী ব্যাটিং বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। পুরানো শত্রু অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রান করেছিলেন। আর হারমিত সিং যা করেছিলেন তা অনেক অনেক দিন বাংলাদেশ ভুলতে পারবে না। মাত্র ১৩ বলে ৩৩ রান করে ৩ বল হাতে রেখে দলকে জয় এনে দিয়েছিলেন।

সুখবর পেলেন ড. ইউনূস

বাংলাদেশকে হারিয়ে ম্যাচের সেরা হারমিত সিং বলেছিলেন, ‘সব সময় বড় দলকে হারানোর সুযোগ পাওয়া যায় না। প্রত্যেকেই পরিশ্রম করেছে। ব্যক্তিগত নৈপুণ্যের ফল মিলেছে দলগত পারফরম্যান্সে। আমাদের কাছে এই জয় বড় প্রাপ্তি। তবে আমরা হাল ছেড়ে দেওয়ার মানসিকতা রাখি না। আমাদের দক্ষতা রয়েছে। পরবর্তী ম্যাচেও সেটাই কাজে লাগানো লক্ষ্য থাকবে।’