স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি আগেই ঘোষণা হয়েছে। বাংলাদেশে অনুষ্ঠেয় এই আসরে স্বাগতিকরা ‘বি’ গ্রুপে খেলবে। নিগার সুলতানা জ্যোতিরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে। অন্য দলটি ছিল বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। এবার সেই দলও নিশ্চিত হলো।
স্কটল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে সবশেষ দল হিসেবে যুক্ত হলো। বাছাইপর্বের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে হারের পরই তা নিশ্চিত হয়। বিজয়ী দল শ্রীলংকা গ্রুপ ‘এ’ তে যাচ্ছে। বাছইপর্বের দুই ফাইনালিস্টই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
ইউরোপিয়ান দেশ স্কটল্যান্ড প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপে অংশ নেবে। যেখানে ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা। এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।