স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে বাংলাদেশে। এর আগে বাংলাদেশ সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল ১০ বছর আগে, ২০১৪ সালে। ১০ দলের মহাযজ্ঞ শুরু হবে আগামী ৩ অক্টোবর থেকে। পর্দা নামবে ২০ অক্টোবর।
১০টি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে গ্রুপপর্বে। আসরে মোট ম্যাচ সংখ্যা ২৩টি। বাংলাদেশ আছে গ্রুপ বি-তে। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব থেকে আসা দ্বিতীয় দল। গ্রুপ এ-তে আছে সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্ব থেকে আসা প্রথম দল।
শেষ দুটি দল চূড়ান্ত হলেও কে কোন গ্রুপে খেলবে, তা এতদিন জানা যায়নি। অবশেষে সেটিও দূর হলো। বাছাইপর্ব থেকে মূলপর্বে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের নারীরা। বাছাইপর্বের ফাইনালে স্কটিশ নারীদের ৬৮ রানে হারিয়ে বাছাই পর্বের শিরোপা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।
এতে, নিশ্চিত হয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ। সূচি অনুযায়ী বাছাই পর্বের দ্বিতীয় দল খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে আছে বাংলাদেশ। ফলে, বাংলাদেশের প্রতিপক্ষের তালিকা দাঁড়িয়েছে—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। অন্যদিকে, গ্রুপ এ-র চূড়ান্ত দলগুলো হলো—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই দিন মাঠে গড়াবে বাংলাদেশের প্রথম ম্যাচ। স্বাগতিকদের প্রতিপক্ষ বাছেই পর্ব থেকে আসা স্কটল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।