বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিৎ এর সঙ্গে জুটি বেধেছেন ঢালিউডের নায়িকা বিদ্যা সিনহা মিম। ‘মানুষ’ নামের একটি সিনেমায় পর্দা ভাগ করছেন তারা। আর এ সিনেমার ফার্স্টলুক প্রকাশ পেয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন মিম। আর সেখানেই ‘মানুষ’ এর ফাস্টলুক শেয়ার করে তিনি।
ক্যাপশনে লেখেন, ‘উন্মোচিত হল ‘মানুষ’-এর ফার্স্টলুক পোস্টার! একটি ইমোশনাল, অ্যাকশন ও রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত হন।’ এ ছাড়া অভিনেত্রী সিনেমাটি প্রকাশের তারিখও লিখেছেন।
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জিতের ফেসবুক থেকেও ফার্স্টলুক এর ছবিটি শেয়ার করা হয়। ছবিতে দেখা যায়, চোখে মুখে রাগ নিয়ে অস্ত্র তাক করে আছেন জিৎ।
তবে ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা কোনো প্রতিশোধের গল্প নয়।’ এ ছাড়া আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে সেটিও জানানো হয়েছে।
কী ঘটেছিল সায়ন্তিকার সঙ্গে? যা জানালেন শ্রাবন্তীর সাবেক স্বামী
‘মানুষ’ সিনেমাটি প্রযোজনা করেছে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করেছেন জিতু কমল। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমদ্দার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।