ন্তর্জাতিক ডেস্ক : সুদানের একটি জাহাজ হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার ইসলামিক পোর্টে পৌঁছেছে।
হারারামাইন শরীফাইনের পেইজে বলা হয়েছে, যাত্রীবাহী জাহাজটিতে ১ হাজার ৫শ ১৯ জন হজযাত্রী ছিলেন। জাহাজটি বৃহস্পতিবার সন্ধায় জেদ্দায় এসে পৌঁছেছে। সুদান থেকে জেদ্দার সমুদ্রপথের দূরত্ব ১ হাজার ৩শ ৪৮ কিলোমিটার।
সুদান থেকে আসা হজযাত্রীদের স্বাগত জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদি গেজেটের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এবছর হজ করার সুযোগ পাবেন বিশ্বের ১০ লাখ মানুষ। সৌদি আরব এসে পৌঁছেছে ১ লাখ হজযাত্রী।
কোভিড মহামারির কারণে গত দুই বছর সীমিত আকারে হজ আদায় হয়েছে। ২০২১ সালে হজ আদায় করেছে ১০ হাজার মানুষ। ২০২০ সালে হজ আদায় করেছে এক হাজার মানুষ। অবশ্য কোভিড মহামারির আগে ২০১৯ সালে হজ করেছে ২৫ লাখের বেশি মানুষ।
এ বছর ইন্দোনেশিয়া থেকে হজ করার সুযোগ পাবেন এক লাখ ৫১ জন। মুসলিম কোনো দেশ থেকে এটাই সর্বোচ্চ সংখ্যা।
বাংলাদেশ-জাপান `সমন্বিত অংশীদারিত্ব’ নতুন উচ্চতায় উন্নীত হবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।