জুমবাংলা ডেস্ক : নীলফামারীতে টানা তিন দিনের বৃষ্টিপাতে নদী-নালা, খাল-বিল ও জলাশয় ভরে গেছে। তলিয়ে গেছে অনেক নিচু এলাকা।
জেলার বেশ কিছু পুকুর ডুবে যাওয়ায় মাছ বাইরে বের হয়ে গেছে। এ সুযোগে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরের লোকজন মাছ ধরায় মেতে উঠেছেন। ব্রিজের মুখে, স্রোতের জায়গায় বিভিন্ন ধরনের জাল ফেলে ধরছেন মাছ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন স্থানে মাছ ধরার এমন চিত্র দেখা যায়।
ডোমার উপজেলার বাসিন্দা মোজাফফর আলী বলেন, কয়েকদিনের বৃষ্টিপাতে নদী-নালা পানিতে ভরে গেছে। স্থানীয় সৌখিন মাছ শিকারিরা বিভিন্ন ধরনের জাল ফেলে মাছ ধরছেন। চাঁই বসিয়েও কেউ কেউ মাছ ধরছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।