সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতালের আশপাশ দিয়েই ব্যাঙের ছাতার মত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এসব গড়ে উঠবে কেন। সরকারি হাসপাতাল তৈরিই করা হয়েছে মানুষের চিকিৎসা দেওয়ার জন্য। হাসপাতালের গেটের সামনে ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক কি করে? ডায়গনস্টিক তো হাসপাতালের ভিতরেই রয়েছে।
রবিবার (৩১ মার্চ) সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হাসপাতালের সামনে ও পাশে যদি ক্লিনিক বা ডায়াগনস্টিক থাকে তাহলে হাসপাতালের দরকার কি? এটা সারা বাংলাদেশের চিত্র। চিকিৎসা নিতে মানুষ কোথায় আসবে, হাসপাতালে নাকি ক্লিনিকে? এটা সারাদেশেরই চিত্র। এ জন্যইতো হাসপাতালের যন্ত্র ভালো থাকে না, টেস্ট ভালো হয় না। আমি এগুলো কখনোই পছন্দ করতাম না। আইনে আছে হাসপাতালের আশপাশে কোন ক্লিনিক হবেনা। কিন্ত এই আইন শুধু খাতার মধ্যেই আছে।
হাসপাতালের সামনে দালাল দিয়ে ভরে থাকে। তারা নানা প্রক্রিয়ায় রুগিদের ভুলিয়ে ভালিয়ে ক্লিনিকে নিয়ে যায়।
এ সময় মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে (ওসি) উদ্দেশ্য করে তিনি বলেন, হাসপাতালের সামনে দালাল চক্রের কেউ থাকলে তাকে গ্রেফতার করে চুরি বা সন্ত্রাসী মামলা দিবেন। আমি হাসপাতালকে দালাল মুক্ত দেখতে চাই। এছাড়াও স্থানীয় নেতাকর্মীদেরও দালালদের ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, আমি শুনেছি হাসপাতালে চিকিৎসক ও অন্যান্যদের উপস্থিতি ঠিক থাকেনা। যারা চিকিৎসা নেয় তারাও বলে দুপুরের পরে হাসপাতালে কোন লোকজন পাওয়া যায় না। আমরা যেন আর এই কথা না শুনি। যদি শুনি তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
সভা শেষে তিনি হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রুগীদের সাথে চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন।
এসময় মানিকগঞ্জের সিভিল সার্জন ডা: মোয়াজ্জেম আলী চৌধুরী, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ত্বাবধায়ক ডা: মো: বাহাউদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছুন, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ আ.লীগের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংসদ সদস্য জাহিদ মালেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালীন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল ফটকের বিপরীত পাশে মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতাল নামের একটি বেসকারি হাসপাতালের উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতির পর বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমন কঠোর মন্তব্য করায় বিভিন্ন মহলে পূর্বের বিষয়টি নিয়ে ব্যাকপ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel