সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে শিশুদের মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করতে ও দেশপ্রেমে অনুপ্রাণিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজরিত নানা ঐতিহাসিক গল্প শোনানো অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনের মুক্তিযুদ্ধ জাদুঘরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম দিনে পোড়রা সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রায় অর্ধশত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজরিত নানা ঐতিহাসিক বীরত্বগাথা শোনান বীরমুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে ও জেলা সমাজ সেবা কর্মকর্তা রুশিয়া জাহান রত্নার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক নানা ঐতিহাসিক গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মোঃ হেলাল উদ্দিন, জাগীর ইউনিয়ন কমান্ডার মোঃ আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, শংকর লাল ঘোষ, প্রকাশ চন্দ্র গুণ ও এমদাদ হোসেন।
এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক খান তুষারসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণমূলক এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধে অংশ নিয়েছেন, কিভাবে প্রশিক্ষণ নিয়ে পাক হানাদার ও তাদের দোষর রাকাজার-আলবদরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিভাবে তাঁদের সাথী বীর মুক্তিযোদ্ধারা শহিদ হয়েছেন এবং আরো অনেক বীর মুক্তিযোদ্ধা আহত হয়েছেন সেসব বিষয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের গল্প শোনার সময়মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন কিছু জানতে চাইলে মুক্তিযোদ্ধারা তাদের প্রশ্নের উত্তর দেন। এসময় শিশু শিক্ষার্থী আল জারিন শখ বলেন, দেশের শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের সংস্পর্শে আসতে পেরে এবং তাদের মুখে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পেরে আমরা খুবই আনন্দিত। কিভাবে আমরা স্বাধীনতা পেয়েছি সেই গল্প আমরা আজকে শুনেছি। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে অনেক অজানা কিছু জানতে পেরেছি। অনেক ভাল লাগছে আজকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসসেনর নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবগত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা এবং দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান চলমান থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।