আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্যারিসে শহরের প্রায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে ছারপোকা। আর ছোট্ট এ পোকার উপদ্রবে অতিষ্ট প্যারিসবাসীকে মুক্তি দিতে বড় অভিযান শুরু করবে দেশটির সরকার।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ক্লেমেন্ট ব্যিইনু শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বলেছেন, আগামী সপ্তাহে গণপরিবহন পরিচালনা সংস্থাগুলোর সঙ্গে ছারপোকা দমনে কাজ শুরু করবেন তারা। গত কয়েক মাস ধরে প্যারিসের সাধারণ মানুষ ছারপোকার উপদ্রব বেড়ে যাওয়ার অভিযোগ করে আসছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে গণপরিবহন, সিনেমা হলের ভিডিও প্রকাশ করেন অনেকে। ভিডিওগুলোতে দেখা যায়, রক্তচোষা এ পোকা কীভাবে এসব জায়গায় গিজগিজ করছে।
ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে সরকারের উপর চাপ সৃষ্টি হয়।
প্যারিসের উপ-মেয়র ইমানুয়েল গ্রেগর ফরাসি টিভি চ্যানেল এলসিআইকে বলেছেন, ‘ছারপোকা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনাকে বুঝতে হবে বাস্তবে কেউ নিরাপদ নয়। অবশ্যই ঝুঁকি আছে কিন্তু বাস্তবে, আপনি যে কোনো জায়গায় ছারপোকার সংস্পর্শে আসতে পারেন এবং সেগুলো বাড়িতে নিয়ে যেতে পারেন।’
তিন বছর আগেও ছারপোকা দমনে একটি অভিযানে নেমেছিল ফ্রান্সের সরকার।
এক বিশেষজ্ঞ জানিয়েছেন, প্যারিসে ছারপোকার উপদ্রব বেড়েছে কারণ এখানে মানুষের যাতায়াত বেশি। বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের স্যুটকেস অথবা লাগেজে করে এই পোকা প্যারিসে আসছে।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।