আন্তর্জাতিক ডেস্ক : প্রচুর রেডিয়েশন ছড়ানোয় ফ্রান্সে আইফোন ১২ বিক্রি বন্ধের জন্য প্রযুক্তি কোম্পানি অ্যাপলকে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফ্রান্সের তরঙ্গ ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণকারী সংস্থা এএনএফআর জানায়, পরীক্ষায় দেখা গেছে যে আইফোন ১২ শরীরের শোষণ ক্ষমতার চেয়ে বেশি রেডিয়েশন ছড়ায়। এদিক বিবেচনা করে ফ্রান্সের বাজার থেকে আইফোন ১২ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
ফ্রান্সের তরঙ্গ ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, আইফোন ১২ হাতে বা পকেটে থাকলে একজন ব্যক্তির শরীর পাঁচ দশমিক ৭৪ ওয়াটস পার কিলোগ্রাম রেডিয়েশন শোষণ করে। ইউরোপিয়ান মানদণ্ড অনুযায়ী, মানুষের দেহ ৪ ওয়াটস পার কিলোগ্রাম রেডিয়েশন শোষণ করতে পারে।
প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক স্বল্পতার দূর করতে কাজ করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
এ নিয়ে এক বিবৃতিতে এএনএফআর জানায়, এরইমধ্যে বিক্রি হওয়া ফোনগুলোর বিষয়ে কম সময়ের মধ্যে সংশোধনমূলক ব্যবস্থা নিতে হবে অ্যাপলকে। বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে আইফোন ১২ বিক্রি বন্ধের জন্য ফ্রান্সের বাজারে তদারকি শুরু করবে।
একাধিক গবেষণার বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ফোনের রেডিয়েশন মানব দেহে কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।