আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পবিত্র রমজান মাসে রোজা রাখার সময় মুসলমানদের সঙ্গে সাক্ষাৎ তাকে ‘ইসলামের আসল চেহারা’ দেখিয়েছে। মুসলিম সম্প্রদায়ের মধ্যে তিনি যে উদারতা দেখেছেন তাকে তিনি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক বলে আখ্যা দিয়েছেন। খবর আনাদোলু।
গত বুধবার ইউএন নিউজের আরবি পরিষেবাকে দেওয়া একটি সাক্ষাৎকারে গুতেরেস বলেন, রমজানে মুসলমানদের সঙ্গে সাক্ষাতের সময় আমি তাদের মধ্যে যে শান্তি ও সংহতি অনুভব করেছি, শরণার্থীদের প্রতি উদারতা ও আতিথেয়তার যে রূপ প্রত্যক্ষ করেছি, আবার শরণার্থীদের মধ্যে যে স্থিতিস্থাপকতা ও সাহস দেখেছি- সবগুলোই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। আমি মনে করি, এটাই ইসলামের আসল চেহারা।
পবিত্র রমজান মাসে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সফর জাতিসংঘ প্রধানের বার্ষিক ঐতিহ্যের অংশ হিসাবে পরিগণিত হয়ে আসছে। এরই অংশ হিসেবে আগামী সপ্তাহে তিনি সোমালি সফরে যাবেন। এর আগেই মুসলিমদের সম্পর্কে তার এ মন্তব্য এসেছে।
ইউএনএইচসিআর প্রধান হিসাবে শরণার্থী শিবিরে তার বার্ষিক সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গুতেরেস বলেন, যখন আমি জাতিসংঘ মহাসচিব হয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম যে এই ঐতিহ্য বজায় রাখা উচিত। এখন আমি উপলব্ধি করতে পারছি, কেবল শরণার্থী সম্প্রদায়ের ওপরই নয়, বরং মুসলিম সম্প্রদায়ের যারাই কোনো না কোনো সমস্যায় ভুগছে, সবার প্রতিই দৃষ্টি নিবদ্ধ করা উচিত।
গুতেরেসে বলেন, আমি মনে করি শান্তির জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার এটাই মুহূর্ত। এর মাধ্যমেই আমরা পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস শান্তি আমরা পেতে পারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।