আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সবচেয়ে বড় বেন গুরিয়ন এয়ারপোর্ট। সেখানে বিমানের ভিতর বসা জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ। বিমানটি মিশরের উদ্দেশে উড্ডয়নের জন্য প্রস্তুত। এমন সময় সেখানে সাইরেন বাজানো হলো। সতর্কতা দেয়া হলো হামাসের রকেট হামলার। ফলে বাধ্য হয়ে বিমান থেকে দ্রুত নামিয়ে আনা হলো জার্মান চ্যান্সেলরকে।
জার্মান কর্মকর্তারা এ সময় বিমানের পাশে শুয়ে পড়লেন। চ্যান্সেলরকে দ্রুত উদ্ধার করে বিমানবন্দরে একটি বোমা বিষয়ক আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হলো। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলের প্রতি সংহতি প্রকাশ করতে তিনি ইসরাইলে গিয়েছিলেন। সেখান থেকে মিশরে গিয়ে বুধবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে তার বৈঠক করার কথা।
গাজায় হাসপাতালে ভয়াবহ বোমা হামলার পর এ ঘটনা ঘটে মঙ্গলবার। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।