‘দ্য গোস্ট’ সিনেমার জন্য কত পারিশ্রমিক নিলেন নাগার্জুনা

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ৬৩ বছর বয়সী এই অভিনেতা এখনো অভিনয়ে সরব। তার পরবর্তী সিনেমা ‘দ্য গোস্ট’। এতে অবসরপ্রাপ্ত একজন ‘র’ এজেন্টের চরিত্রে দেখা যাবে তাকে। প্রবীণ সাত্তারু পরিচালিত এ সিনেমা আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে।

নাগার্জুনা

সিনেমাটির জন্য কত পারিশ্রমিক নিয়েছেন নাগার্জুনা? এ নিয়ে নানা খবর বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে টলিউড ডটনেটকে একটি সূত্র বলেন—‘‘দ্য গোস্ট’ সিনেমার জন্য ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন নাগার্জুনা। অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলের ডিসট্রিবিউশন স্বত্ব নিয়েছেন তিনি। তা ছাড়া কিছু নির্বাচিত এলাকায় ৬ কোটি রুপির বেশি আয় করলে সেখান থেকেও লভ্যাংশ পাবেন নাগার্জুনা।’’

২০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় হাই-অকটেন অ্যাকশন দৃশ্যে দেখা যাবে নাগার্জুনাকে। সিনেমাটির একটি অংশের অ্যাকশন দৃশ্যের শুটিং হয়েছে মরুভূমিতে। আর এই দৃশ্যটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলবে বলে সূত্রটি দাবি করেন।

ঘুড়িটি বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি নয়

নাগার্জুনা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সোনালি চৌহান, মনিষ চৌধুরী, রবি ভার্মা, জয় প্রকাশ প্রমুখ।