আন্তর্জাতিক ডেস্ক : হাতিকে ‘শান্ত দানব’ হিসেবে অভিহিত করা হয়। তবে স্থলের সবচেয়ে বড় এ প্রাণীটি মাঝে মাঝে ভয়ানকও হয়ে ওঠতে পারে। পর্যটকদের গাড়িকে ধাওয়া দেওয়া অথবা সাধারণ মানুষকে ভয় দেখানোর মতো— হাতির অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) ভাইরাল হওয়া তেমনই একটি ভিডিওতে দেখা যাচ্ছে; এক তরুণীকে সজোরে ধাক্কা মারছে হাতি। কম বয়সী ওই হাতির ধাক্কায় তরুণীটি রীতিমতো উড়ে গিয়ে পড়েন।
ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, তরুণীটি হাতিটির কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছেন। ওই সময় ছোট হাতিটি খাবার খাচ্ছিল। এর একটু দূরে বড় একটি হাতি দাঁড়িয়ে ছিল। তখন তিনি ছোট হাতির কাছে যান। কাছাকাছি যাওয়ার ঠিক পরপরই তাকে সজোরে ধাক্কা মারে এটি।
এক্সে ভিডিওটি প্রকাশ করেছে নন-অ্যাসথেটিক নামের একটি সংস্থা। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘মেয়েটি একটি হাতির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছে আর পেয়েছে…।’
Girl tries to make friends with an elephant and finds out pic.twitter.com/DD5jGR6qjk
— non aesthetic things (@PicturesFoIder) February 21, 2024
ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে মন্তব্য করেন। একজন লিখেছেন, “ভাগ্যবশত বাচ্চা হাতিটি তাকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে বড় হাতিটি আক্রমণ করার আগে।”
আরেকজন লিখেছেন, “বন্য প্রাণীদের নিজের মতো থাকতে দিন।”
অপর এক ব্যবহারকারী লিখেছেন, “লেজ নাড়ানোর সময় কখনো হাতির কাছে যাবেন না। (তরুণীটিকে) নিজের জন্য হুমকি মনে করছে সে।”
হাতি এতটাই শক্তিশালী যে, যদি কাউকে এটি ধাক্কা মারে তাহলে আঘাতের প্রচণ্ডতায় মৃত্যুও হতে পারে।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।