ছবির মেয়েটি বলিউডের বড় অভিনেত্রী, বলুন তো কে?

অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা

বিনোদন ডেস্ক : ছবিতে থাকা মেয়েটি বলিউডের বড় অভিনেত্রী। এমনকি তার মা একজন খ্যাতনামা অভিনেত্রী ও পরিচালক। চিনতে পারছেন? তিনি হলেন অপর্ণা সেনের কন্যা কঙ্কনা সেনশর্মা।

অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা

এটি কঙ্কনার ছোটবেলার ছবি। কঙ্কনা সেনশর্মা এই ছবির কোলাজ নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা

তিনি ইনস্টাগ্রামে স্টোরি এবং একই সঙ্গে এক্স এ ছবিগুলো পোস্ট করেন। ছবিগুলো সবগুলোই তার মা অপর্ণা সেনের ছবি সতীর সেটে তোলা হয়েছিল। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। সেখানে তার সঙ্গে দেখা গিয়েছিল শাবানা আজমিকে।

এদিকে একজনের শেয়ার করা একটি ছবিতে কঙ্কনার সঙ্গে শাবানা আজমিকে দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে সেই ব্যক্তি লেখেন, হে ঈশ্বর! এটা কঙ্কনার ছবি। চতুর্থ ছবিতে দেখুন একসঙ্গে ভারতীয় ছবির দুই কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যাচ্ছে। কঙ্কনা নিজেও এই ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে যান।

অভিনেত্রী এই পোস্ট শেয়ার করে লেখেন, হাহা! দারুণ লাগল। হ্যাঁ এটা আমার মায়ের সতীর ছবির ক্লিপ লিজেন্ড শাবানা আজমির সঙ্গে।

প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দেওয়ায় শাহরুখকে যা বলেছিলেন প্রিয়াঙ্কা

এই ছবিতে কঙ্কনাকে একটি লাল ডুরে কাটা শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে। নাকে নোলক দুলছে। চোখে কাজল। টেনে খোঁপা করা।