টিকটকে ৮০ লাখ টাকা খোয়ালো তরুণী!

Tiktok

আন্তর্জাতিক ডেস্ক : চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক থেকে লাখ লাখ টাকা আয় করার খবর প্রায়ই শোনা যায়। এই টিকটকেই কিনা প্রায় ২০ হাজার দিনার (৮০ লাখ টাকা) খোয়ালেন এক তরুণী! কুয়েতে এই ঘটনাই ঘটেছে এক তরুণীর সঙ্গে। এমনটাই বলছে বার্তা সংস্থা এএফপি।

Tiktok

এএফপি বলছে, ওই তরুণী ঠিক কীভাবে এই অর্থ খরচ করেছেন তা জানা যায়নি। এরই মধ্যে এই অর্থ ফেরত পেতে কুয়েতের জাতীয় সাইবার ক্রাইম সংস্থার সহায়তা চেয়েছে ওই তরুণীর পরিবার।

সংস্থার কর্মকর্তা আম্মার আল শারাফ বলেন, এ ব্যাপারে কাজ করতে সহায়তা চেয়েছে পরিবারটি।

এ ঘটনা নিয়ে কুয়েতে সমালোচনা শুরু হয়েছে। এবার এ নিয়ে একজন মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ওই তরুণীর আচরণ ও মনোভাব নিয়ে কাজ করছেন বলে জানা যায়। এরপর জানা যেতে পারে, ঠিক কীভাবে এই অর্থ খরচ হয়েছে।

কুয়েতের সরকারী আল আখবার চ্যানেলে সাক্ষাৎকারের সময় পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপগুলো ব্যাখ্যা করেন আল শারাফ। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, অনেকে মেয়েটির ক্রিয়াকলাপ এবং তার পরিবারের তদারকির প্রতি মর্মাহত বলে জানান, সমালোচনা করেছেন।