বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিক বললেন ‘প্রেম করলেই কি বিয়ে করতে হবে?’

তরুণী

জুমবাংলা ডেস্ক : বিয়ের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিকের বাড়িতেই দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী (১৮)। তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে প্রেমিক আব্দুল আহাদ (২২) একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।

তরুণী

প্রেমিক আহাদ এর দাবি, তিনি বিয়ের কোনো আশ্বাস দেননি।

সোম ও মঙ্গলবার উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আব্দুল আহাদ বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী তরুণী। আব্দুল আহাদ ওই গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। তরুণী পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাসিন্দা এবং একাদশ শ্রেণির ছাত্রী।

তরুণী জানান, প্রায় বছর দেড়েক আগে আহাদের সঙ্গে তার পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিভিন্ন সময় তারা নানা স্থানে ঘুরেছেন। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়।

তরুণী দাবি করেন, সম্প্রতি প্রেমিক আহাদকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন তিনি। কিন্তু আহাদ বিয়ে করতে অস্বীকার করছেন। এতে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দু’দিন ধরে অনশন করছেন।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘আহাদ আমাকে বিয়ে না করলে এ মুখ আর কাউকে দেখাব না। বরং এ বাড়িতেই আমি আত্মহত্যা করব।’

প্রেমিক আব্দুল আহাদ বলেন, ‘ও মেয়ে ভাল না। প্রেম করেছি। তাই বলে বিয়ে করতে হবে? আর বিয়ের আশ্বাস আমি তাকে দেইনি।’

আব্দুল আহাদের বাবা মো. আশরাফ আলী বলেন, ‘ছেলে বলছে, মেয়ে খারাপ। তাই সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে আমি কি করব?’ বাবারা যে কত অসহায় তা বলে বোঝানো যাবেনা বলে তিনি আক্ষেপ করেন।

এবারের হজে প্রথম শিশুর জন্ম, আকর্ষণীয় নাম রেখে মুগ্ধতা ছড়ালেন মা

তাডাশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি মোবাইল ফোনে জেনেছি। মঙ্গলবার ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠিয়েছি। তিনি ফিরে এলে তার কাছ থেকে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।’