কিশোরীকে অপহরণ করে ১৪ বছর ধরে নির্যাতন!

রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম রাশিয়ার চেলিয়াবিনস্কে এক নারীকে ১৪ বছর ধরে বাড়িতে আটকে রেখে যৌ’ন নির্যাতন করার অভিযোগে রাশিয়ায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রাশিয়া

একেতেরিনা নামের ওই নারীর বয়স এখন ৩৩ বছর। ২০০৯ সালে ১৯ বছর বয়সে তাকে অপহরণ করা হয়। ওই নারী জানিয়েছেন, ওই সময় তাকে এক হাজারেরও বেশি বার ধর্ষণ করা হয়েছিল।

অভিযুক্ত ভ্লাদিমির চেস্কিডভের (৫১) বিরুদ্ধে ২০১১ সালে একই বাড়িতে অন্য একজন মহিলাকে হত্যা করার অভিযোগও রয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চেস্কিডভের মা ওই নারীকে পালাতে সাহায্য করেছিলেন। একেতেরিনা বাসা থেকে পালিয়ে পুলিশের কাছ যান। পরে তার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

একাতেরিনা পুলিশকে জানিয়েছে, তাকে শুধু কাজ করার জন্য বেডরুমের বাইরে যেতে দেওয়া হতো। তিনি দাবি করেন, ছোটখাটো সমস্যার জন্য তাকে বারবার নির্যাতন করা এবং নির্মমভাবে মারধর করা হতো।

পুলিশ চেস্কিডভের বাড়িতে তল্লাশি করে প’র্নোগ্রাফি সম্বলিত সে”ক্স টয়, মজল এবং বেশকিছু সিডির উদ্ধার করেছে। এছাড়াও রাশিয়ার তদন্ত কমিটির স্থানীয় শাখা চেস্কিডভের বাড়ির বেসমেন্টে থেকে একটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে।

এবার বড় সুখবর পেলেন বাবর আজম

চেস্কিডভ মানসিক অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তাকে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে।