শাহরুখ সেজে চমকে দিল মেয়েটি

শাহরুখ সেজে চমকে দিল মেয়েটি

বিনোদন ডেস্ক : পাঠান ঝড় এখনও থামেনি। চার বছর পর বড় পর্দায় ফেরা শাহরুখ খানকে যেন ভুলতেই চাইছে না ভক্তরা।

শাহরুখ সেজে চমকে দিল মেয়েটি

তাই যেমন তারা টিকেট কেটে সিনেমা দেখছেন, ঠিক তেমনই তাদের কেউ কেউ পাঠানের বিভিন্ন দৃশ্য ধারন করছেন নিজের মতো। কেউ আবার পাঠানের গানের সাথে তাল মেলাচ্ছেন।

এবার শাহরুখের পাঠান-সাজ দিয়ে চমকে দিলেন কানাডা ভিত্তিক মেকাপ আর্টিস্ট দিক্ষিতা জিন্দাল।

মেকাপের ক্যারিশা আর রঙের দারুণ ব্যবহারে নিমিষেই পাঠানের শাহরুখ হয়ে যান দিক্ষিতা। তার ইন্সটাগ্রামে পোস্ট করা এমন মেকাপের ভিডিওতে মজে গেছে নেটিজেনরা। তারা অনেকেই দিক্ষিতার এমন গুণের প্রশংসা করছেন।

কেবল নেটে নয় বক্স অফিসেও ঝড় অব্যাহত রেখেছে পাঠান। এরইমধ্যে ভারতেই ৪৫৯ কোটির বেশি আয় করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি। এতে শাহরুখের সাথে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুুকোন ও জন আব্রাহাম।

সূত্র: এনডিটিভি

স্বপ্নপূরণে হেলিকপ্টারে ছেলেকে বিয়ে করালেন প্রবাসী বাবা