বিশ্ব রেকর্ড গড়লো ৯ দিন বয়সী ছাগলছানা ‘সিম্বা’

সিম্বা

আন্তর্জাতিক ডেস্ক: করাচির ৯ দিন বয়সী ‘সিম্বা’ বিশ্বের সবচেয়ে লম্বা কানওয়ালা ছাগলের খেতাব জিতে নিয়েছে। সিম্বা’র কানের দৈর্ঘ্য ৪৮ সেমি। এর মালিকের নাম মুহাম্মদ হাসান নারেজো।
সিম্বা
পাকিস্তানে ছাগল পালন এখন বেশ জনপ্রিয়। শখ হিসেবে শুরু হলেও এখন তা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। প্রতি বছর এই সেক্টর থেকে ৩ লাখ টন গোস্ত, ৩ কোটি চামড়া, ২৫ হাজার টন লোম এবং ৯ লাখ টন দুধ উৎপাদন হয়। যা দেশের অর্থনীতি ও বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কম বিনিয়োগের মাধ্যমে শুরু করে ধীরে ধীরে এটিকে একটি বাণিজ্যিক ব্যবসায়িক মডেলে পরিণত করেছেন পাকিস্তানিরা।

সূত্র: স্টার্টআপ পাকিস্তান

জনগণকে চা পান কমাতে বললেন পাক মন্ত্রী