জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশকে স্থিতিশীল রাখার পরিকল্পনার অংশ হিসেবেই বিএনপি নেতাদের জেলে রাখা হয়েছে। তাদের নির্বাচনে আসার জন্য বারবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাগিদ দেওয়া হয়েছে। এক রাতে সব নেতাকে মুক্তির প্রস্তাবেও বিএনপি রাজি হয়নি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল রোববার সম্প্রচার হয়।
বিএনপিকে ভোটে আনতে সরকার চেষ্টা করেছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘নির্বাচনে আনার জন্য বিএনপি নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি। বারবার নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, তারা যদি নির্বাচনে আসে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। শুধু পিছিয়ে দেওয়া নয়, বলা হয়েছিল তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হবে।’
বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে। ২০ হাজার নেতাকর্মী গ্রেপ্তার না করলে কি আর হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটা করা হয়েছে, চিন্তা-ভাবনা করেই করেছি।’
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। নির্বাচন গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের চেষ্টার কমতি নেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।