জুমবাংলা ডেস্ক : রমজান উপলক্ষে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেবে সরকার। চলতি সপ্তাহেই ভারত থেকে পিঁয়াজ এবং চিনি আসার সম্ভাবনা রয়েছে। বললেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী তেলের দাম মনিটরিংয়ের বিষয়ে বলেন, যেদিন থেকে দাম ঘোষণা করা হবে,সেদিন থেকে কারখানা মূল্য, টিপি ও ভোক্তা পর্যায়ের মূল্য একদিনে পরিবর্তন হবে। সেটা হচ্ছে, এমআরপি সর্বোচ্চ এত টাকায় বিক্রি হবে, এর বেশিতে কেউ বাজারে বিক্রি করতে পারবে না।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিগগিরির বৈঠক করে চিনি,খেজুরসহ অন্যান্য পণ্যের দামও নির্ধারণ করা হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে নিত্যপণ্য পরিবহনে ট্রাকের ভাড়া নির্ধারণ করে দেয়া হবে। নির্ধারিত পণ্যের বেশি দাম নেয়া হলে পণ্য মূল্য নিয়ে যেকোনো মানুষ অভিযোগ জানাতে পারবে। এজন্য
প্রসঙ্গগত, আগামী এক সপ্তাহের মধ্যে ৩৩৩ নাম্বারে পণ্যের দাম নিয়ে ফোন করে অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।