আন্তর্জাতিক ডেস্ক : বিশেষ কায়দায় নিজের মাকে সম্মান জানালেন ইথিওপিয়ান যুবক এফ্রেম বিলিতি। গ্রাজুয়েশন সম্পন্ন করার পর বাড়িতে এসে দেখেন তার মা লাকড়ির বোঝা নিয়ে আসছেন, তখন মায়ের থেকে বোঝা নিয়ে তাকে নিজের গ্রাজুয়েশন হ্যাট ও গাউন পরিয়ে দেন বিলিতি।
এ সপ্তাহের মাঝামাঝিতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার একটি বিশ্ববিদ্যালয় থেকে এফ্রেম বিলিতি গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
সম্প্রতি ওই বিশ্ববিদ্যালয়ে বিলিতিদের সমাবর্তন অনুষ্ঠিত হয়। সমাবর্তনে পাওয়া হ্যাট ও গাউন পরিয়ে দেন মাকে। এ সময় মায়ের হাতে নিজের সার্টিফিকেট ধরিয়ে দিয়ে বিলিতি তার কপালে চুমু খান। এতে আবেগে কেঁদে ফেলেন তার মা।
জানা যায়, অনেক কষ্টে লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করেন মা। পরে বিক্রিত মূল্য দিয়েই ছেলের পড়ালেখার খরচ জোগান তিনি।
الشاب تخرج من جامعة أديس أبابا
وألبس والدته قبعة التخرج
وحمل الحطب الذي كانت تحمله علي ظهرها وتبيعه لكي يتعلم هو. pic.twitter.com/zafBJGjufm— فراوليزا (@ElLabanyManal) July 17, 2022
মায়ের প্রতি এফ্রেম বিলিতির এই অসামান্য ভালোবাসা বিনিময়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। অনলাইনে সক্রিয়রা বিলিতি ও তার মায়ের জন্য শুভ কামনা জানিয়ে তাদের উদ্দেশে নানা প্রশংসা বাক্য লিখেন। সূত্র : আলজাজিরা
বাওবাব গাছ: এক অদ্ভুত অনন্য গাছ যার কান্ডে সঞ্চিত থাকে ১.২ লক্ষ লিটার পানি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।