জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালীতে অতিরিক্ত ২০০ টাকা ভাড়া নেওয়ার অপরাধে জামান এন্টারপ্রাইজের ম্যানেজার সাইদুল ইসলামকে (৩৭) পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কুমারখালী পৌর বাস টার্মিনাল এলাকায় এ জরিমানা করা হয়।
আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী ও থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আদালাত সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কুমারখালী থেকে ঢাকাগামী পরিবহনে ৭০০ টাকার ভাড়ার সঙ্গে আরও ৩০ ভাগ বাড়িয়ে এক হাজার টাকা নির্ধারণ করে বাস মালিকরা। কিন্তু জামান এন্টারপ্রাইজ আরও ২০০ টাকা বাড়িয়ে যাত্রীদের কাছ থেকে এক হাজার ২০০ টাকা নিচ্ছে। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক ও পরিবহন আইন-২০১৮ অনুযায়ী বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, আগামীতে জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।