কিশোরীকে বিয়ে করতে এসে জরিমানা গুনলেন বর

কিশোরীকে বিয়ে

জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে কিশোরীকে বিয়ে করতে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিলেন হাবিব মোল্লা (৩০) নামের এক যুবক।

কিশোরীকে বিয়ে

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শ্রীফলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

ফ‌রিদপুর সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট লিটন ঢালী এ ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রেন।

তিনি বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি নম্বর ১০৯৮ থেকে ফোন পেয়ে জানতে পারি ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে দেওয়া হচ্ছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় বর হাবিব মোল্লাকে আটক করা হয়।

নতুন লুকে জয়া

লিটন ঢালী আরও বলেন, বাল্যবিবাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ হাবিব মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গিকার নেওয়া হয়।