জুমবাংলা ডেস্ক : মায়ের ইচ্ছা ছোট ছেলে সুমন রাঢ়ীর বিয়েতে হেলিকপ্টার দিয়ে বউ আনবেন। মায়ের আবদার রাখতে বড় ছেলে বিপ্লব রাঢ়ী ৬ সিটের বড় হেলিকপ্টার ভাড়া করেন।
শুক্রবার (১১ আগস্ট) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাও ইউনিয়নের খলাগাও গ্রামের স্পেন প্রবাসী সুমন রাঢ়ীর সঙ্গে কামারখাড়া ইউনিয়নের ভিটিমালধা গ্রামের আব্দুস সালাম তালুকদারের মেয়ে আন্না তালুকদারের বিয়েতে বেলা ২টায় বরের বাড়িতে আসে হেলিকপ্টার। পরে হেলিকপ্টারে কনের বাড়ি যান তিনি।
তবে হেলিকপ্টার আসার পর দীর্ঘ সময় অপেক্ষা করেও বরের প্রস্তুতি হতে বিলম্ব হওয়ায় হেলিকপ্টার ঢাকায় ফেরত চলে যায়। পরবর্তীতে হেলিকপ্টার ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করে বিকাল সাড়ে ৫টায় আবার হেলিকপ্টার আসে বরের বাড়ি। ৪ ঘণ্টা বিলম্বে হেলিকপ্টার আসলেও বর ও কনের বাড়ির সামনে উৎসুক জনতার ভিড় কমেনি।
হেলিকপ্টার কেপ্টেন মিজান জানান, আমি প্রথমে নিদিষ্ট সময় বরের বাড়ির সামনে লেন করে ২০ মিনিট হেলিকপ্টার চালু রেখে অপেক্ষা করছি কিন্তু তাদের প্রস্তুত হয়ে আসতে দেরি হওয়াতে ঢাকায় ফেরত যাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।