গৃহবধূর অসহায়তার সুযোগ নিয়ে ডাক্তারের কুকীর্তি, একা দেখুন

ডাক্তারের কুকীর্তি

বিনোদন ডেস্ক : আজকালকার দিনে ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের কনটেন্ট দেখতে পান যেগুলি হয়তো আগে ইউটিউবের মতো প্লাটফর্মে দেখা যেত না। এখনকার দিনে মানুষের হাতে সময় কমেছে এবং সেই কারণে বিনোদনের ক্ষেত্রেও একটা পরিবর্তন এসেছে।

ডাক্তারের কুকীর্তি

কম সময়ের মধ্যে ভালো গল্প দর্শকদের হাতে তুলে দেওয়ার জন্য এখন প্রত্যেকটা মিডিয়া কোম্পানি চেষ্টা করছে। আগেকার মতো তিন ঘণ্টার সিনেমা না বানিয়ে এখন প্রত্যেকটি মিডিয়া হাউস চেষ্টা করছে যাতে ছোট করে সেই গল্পটা মানুষকে শোনানো যায়। বাড়িতে বসে মোবাইল ফোন বা ল্যাপটপে এই ধরনের ওয়েব সিরিজ দেখা সকলের বেশ পছন্দের। তার সাথে সাথেই চাহিদা বাড়ছে ওয়েব সিরিজ এবং স্বল্পদৈর্ঘ্যের ছবি বা শর্ট ফিল্মের।

তবে শর্টফিল্মের এই রমরমা বাজারে এখন শুরু হয়েছে একটা কনটেন্ট রিভোলিউশন। আগেকার দিনে আপনারা সাধারণ রুচিশীল কনটেন্ট ইউটিউবে দেখতে পেতেন বেশি। তবে এখনকার দিনে, চাহিদা মেনে কনটেন্টে এসেছে পরিবর্তন।

ভোগ | Bhog | The hardest time of a relationship | Bangali Short Movie 2023 | Lal Chobi

শর্টফিল্ম এর মধ্যে ঢুকে পড়েছে বিভিন্ন এডাল্ট এলিমেন্ট। বলতে গেলে এখন এডাল্ট কন্টেন্টের জনপ্রিয়তা গোটা ইউটিউবে বেশি। ইউটিউবের দুনিয়ায় বলতে গেলে অ্যাডাল্ট ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মের রমরমা চলছে। তবে এই এডাল্ট গল্প কিন্তু খুব একটা নতুন নয়। বিভিন্ন প্লাটফর্ম এর আগেও ছিল যেখানে এই ধরনের ওয়েব সিরিজ পাওয়া যেত। তবে এখন ইউটিউবেও ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই ধরনের এডাল্ট শর্ট স্টোরি।

সম্প্রতি এরকম একটি ইরোটিকা শর্ট ফিল্ম ইউটিউব দুনিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। লাল ছবি ইউটিউব চ্যানেলে মাত্র পাঁচ মাস আগে মুক্তি পেয়েছিল এই শর্ট ফিল্মটি। এই শর্ট ফিল্মের নাম দেওয়া হয়েছে ভোগ

যাদের দৃষ্টিশক্তি ঈগলের মত কেবল তারাই ছবিতে ৩টি পার্থক্য খুঁজে পাবেন

বাংলা এই শর্ট ফিল্মটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে খুব কম সময়ের মধ্যেই সাড়ে তিন লক্ষের বেশি ভিউ হয়ে গিয়েছে এই শর্ট ফিল্মে। প্রতিদিন এই গল্পের জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে এবং তার সাথেই বাড়ছে এই শর্ট ফিল্মের জনপ্রিয়তা।