রাশিয়ার মহাকাশবাহিনীর প্রধান হলেন জেনারেল আফজালভ

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কর্নেল-জেনারেল ভিক্টর আফজালভকে দেশটির মহাকাশবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে। খবর তাসের।

প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন এক ডিগ্রির মাধ্যমে এ মহাকাশবাহিনীর প্রধানকে নিয়োগ দিয়েছেন বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

জেনারেল আফজালভ এর আগে রাশিয়ার বিমানবাহিনীতে ছিলেন।গত ২০ অক্টোবর পর্যন্ত মহাকাশবাহিনীর দায়িত্বে ছিলেন সেনাপ্রধান জেনারেল সার্গেই সুরোভিকিন।