বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে একটি ইলেক্ট্রিক স্কুটারে বোমা লুকিয়ে রাখা হয়। সেখানের বিস্ফোরণে নিহত হন ইগর কিরিলোভ। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে মস্কো।

রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ক্রেমলিন থেকে সাত কিলোমিটার (৪ মাইল) দক্ষিণ-পূর্বে রিয়াজনস্কি প্রসপেক্টরের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা ব্রিগেডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে হত্যা করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানিযেছেন, বিস্ফোরণে কিরিলোভের এক সহকারীও নিহত হয়েছেন।

রাশিয়ান ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত দুটি মরদেহ দেখা গেছে।

বিবিসি বলছে, কিরিলোভ যখন তার বাসভবন ত্যাগ করছিলেন তখন স্কুটারে লুকানো বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণেই নিহত হয়েছেন তিনি।

ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে গত সোমবার কিরিলোভকে অভিযুক্ত করেন কিয়েভের প্রসিকিউটররা। যদিও রুশ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে। আর এর একদিন পরই কিরিলোভের হত্যার ঘটনা ঘটলো।

এর আগে গত অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলোভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাজ্য সরকার।