বিনোদন ডেস্ক : স্তন ক্যানসারে আক্রান্ত বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা মহিমা চৌধুরী। বৃহস্পতিবার (৯ জুন) ইনস্টাগ্রামে অভিনেত্রীর সঙ্গে আলাপনের একটি ভিডিও পোস্ট করে অসুস্থতার খবরটি জানিয়েছেন অভিনেতা অনুপম খের।
তিনি লিখেছেন, ”মাসখানেক আগে যুক্তরাষ্ট্র থেকে ফিরে মহিমাকে ফোন করেছিলাম। আমার ৫২৫তম ছবি ‘দ্য সিগনেচার’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় নিয়ে কথা বলি। আলাপ চলতে চলতে জানলাম, ও (মহিমা) ক্যানসারের সঙ্গে লড়ছে। তার সাহস বিশ্বজুড়ে নারীদের জন্য প্রেরণা হতে পারে। সে চেয়েছিল তার রোগের কথা আমিই প্রকাশ করি।”
অনুপম খের আরও লেখেন, ‘মহিমা, তুমি আমার হিরো। বন্ধুরা, তার জন্য দোয়া, ভালোবাসা পাঠান। সে আবারও শুটিংয়ে ফিরবে, যেখানে তাকে মানায়। সে উড়ার জন্য প্রস্তুত। প্রযোজক, পরিচালক যারা আছেন, তাদের বলতে চাই, মহিমার প্রতিভা কাজে লাগানোর এই সুযোগ।’
অনুপমের পোস্ট করা ওই ভিডিওতে নিজের অসুস্থতার বর্ণনা করেন মহিমা। তিনি বলেন, ”আমার কোনো লক্ষণ ছিলো না। প্রতিবছরই স্বাস্থ্য পরীক্ষা করাই। এবার সন্দেহবশত স্তনের টিস্যুর কিছুটা অংশ বায়োপসি করতে দেন চিকিৎসক। ফল নেগেটিভ আসে। এরপর অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচারের পর পুরো টিস্যুর বায়োপসি করানো হলে একটা অংশে ক্যানসারের উপস্থিতি পাওয়া যায়। খবরটি শোনার সঙ্গে সঙ্গে আমি কাঁদতে শুরু করি। সঙ্গে আমার বোন ছিলো। সে বলছিলো, ‘এটা একদমই প্রাথমিক পর্যায়ে, ভয়ের কিছু নেই। তুমি সত্তর দশকের নারীদের মতো কাঁদছো কেন?’ কিন্তু ক্যানসার শব্দটাই ভয়ের, তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।”
প্রসঙ্গত, ১৯৯৭ সালে ‘পরদেশ’ সিনেমায় শাহরুখ খানের নায়িকা হিসেবে বলিউডে পথচলা শুরু করেন মহিমা চৌধুরী। শুরুতেই বাজিমাত করেন তিনি। সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ঘরে তোলেন ফিল্মফেয়ার পুরস্কার। এরপর একে একে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন এই অভিনেত্রী। সবশেষ ২০১৬ সালে বাংলা সিনেমা ‘ডার্ক চকলেট’-এ দেখা গেছে তাকে। তবে আজও দর্শকহৃদয়ে জায়গা দখল করে আছেন মহিমা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।