হজ করতে মদিনায় নবাগতা নায়িকা সালওয়া

নবাগতা নায়িকা সালওয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের নবাগতা নায়িকা সালওয়া হজ করতে সৌদি আরব গিয়েছেন। বর্তমানে তিনি মদিনায় অবস্থান করছেন।
নবাগতা নায়িকা সালওয়া
গত ৮ জুন হজ পালনের জন্য বাবা-মাকে নিয়ে সৌদি আরব যান এই শিল্পী। যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। লেখেন: ‘মহান আল্লাহর অশেষ রহমতে আমার বাবা-মা এবং আমি এ বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহ আমাদের নেক আমল, দোয়া কবুল করুন এবং বিশ্বের সকল মানুষের কষ্ট লাঘব করুন।’

মদিনা পৌঁছে সালওয়া আরেকটি স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘আমাদের পরিবারের সদস্যরা ধার্মিক। হজ পালন করে দেশে ফিরবো। সততার সঙ্গে আমার পেশার কাজ আমি চালিয়ে যেতে চাই।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর অল্প সময়ে পরিচিত পান এই মডেল অভিনেত্রী। বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা হলো ‘বীরত্ব’ ও ‘বুবুজান’। কবরী পরিচালিত ‘এই তুমি, সেই তুমি’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

নতুন গান নিয়ে ঝড় তুলতে আসছেন ‘রকস্টার’ ভুবন বাদ্যকর