‘ক্রিমিনালস’ ওয়েব ফিল্মের নায়িকারা

ক্রিমিনালস

বিনোদন ডেস্ক : স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভি নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম শুরু করেছে চলতি বছরের মাঝামাঝি। দীপ্ত প্লে নামে এই প্ল্যাটফরমের জন্য এরইমধ্যে একাধিক ওয়েব সিরিজ ও ফিল্ম তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তেমনই একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ হলো সম্প্রতি। নাম ‘ক্রিমিনালস’।

ক্রিমিনালস

এটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ। নির্মাতা জানিয়েছেন, তিন নারীর জীবনে ঘটে যাওয়া গল্প নিয়েই এই ক্রাইম থ্রিলারটি নির্মিত হয়েছে। এই তিন নারীর চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক ও নীল হুরের জাহান।

সিনেমাটিতে তাদের দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস ও কর্মজীবী মা বীথি রহমান বেশে। শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী এক হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন-হতে হবে ক্রিমিনাল। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরা-ছোঁয়ার বাইরে।

দ্বিতীয় দিনে কত আয় করলো শাহরুখের ‘ডাঙ্কি’?

সিনেমায় তাদের সঙ্গে রয়েছেন আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ ও শাহরিয়ার রানা।

নির্মাতা সূত্রে জানা গেছে, নতুন বছরে দীপ্ত প্লেতে এ ওয়েব ফিল্ম মুক্তি পাবে।