স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো তিন ম্যাচ টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের শেষটা দারুণভাবে রাঙানো টাইগাররা চার ভাগে দেশে ফিরবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, আগামী রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় পাঁচজন এবং বিকেল ৫টায় সাতজন খেলোয়াড় ঢাকায় পৌঁছাবেন। পরদিন সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে দুইজন এবং ১০টা ৪৫ মিনিটে আরো চারজন ফিরবেন।
বিদেশি কোচিং স্টাফদের সকলেই বড় দিনের ছুটিতে নিজ নিজ দেশে যাচ্ছেন। জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্রিকেটারদের সঙ্গে ফিরছেন।
টেস্ট সিরিজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ১-১ সমতায় শেষ করেছিল। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও টি-২০ সিরিজে ঘুরে দাঁড়ায়। লিটন দাসের নেতৃত্বাধীন দল ক্যারিবীয়দের ৩-০তে হোয়াইটওয়াশ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।