মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো স্বামীর

হানিফ ফ্লাইওভার

জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলিস্তানে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাখাওয়াত হোসাইন নিলয় (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার স্ত্রী রুপা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হানিফ ফ্লাইওভার
মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

দম্পতিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. হোসাইন বলেন, রাতে গুলিস্তান থেকে যেতে হানিফ ফ্লাইওভারের ঢালে ওঠার সময় একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে রাস্তার পাশে ফুটপাতে ধাক্কা খায়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রুপা আক্তার বলেন, আমার স্বামী সিয়াম গ্রুপে চাকরি করেন। রাতে আমরা মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলাম। পরে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরার পথে মেয়র হানিফ ফ্লাইওভারে ওঠার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে জোরে ধাক্কা দেয়। এতে আমার স্বামী গুরুতর আহত হন। আমিও সামান্য আহত হই। এ সময় পথচারীরা আমাদের ঢামেকে নিয়ে আসেন। পরে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানায় বলে জানান রুপা আক্তার। তারা রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া থাকতেন।

বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ টাকার টিকেট বিক্রি!

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।