বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বয়স হলেও বাঘের বাচ্চা রক্তের স্বাদ ভোলেনা। ঠিক তেমনই পালসার, অ্যাপাচি, এনফিল্ড-দের ভিড়েও এখনও বহু মানুষের কাছে প্রিয় বাইক Yamaha RX100। বিশ্বজুড়ে মোটরসাইকেলে দারুণ নামডাক। যদিও সময়ের অন্তরালে কিছুটা ফিকে হয়ে গেছে RX100।
সম্প্রতি শোনা যাচ্ছে, পুনরায় লঞ্চ হতে পারে Yamaha RX100। কিন্তু সমস্যা হল এই বাইক 2 স্ট্রোক ইঞ্জিন সহ আসে যা বর্তমানে ভারতে নিষিদ্ধ। তাহলে কি নতুন রূপে বাজারে আসবে এই মোটরসাইকেল? সংস্থার তরফে নিশ্চিত না করা হলেও নানা রিপোর্টে দাবি করা হয়েছে বাজারে ফিরছে Yamaha RX100।
বিগত বেশ কয়েকদিন ধরেই বাজারে জল্পনা চলছে ভারতে শীঘ্রই লঞ্চ হবে এই আইকনিক মোটরসাইকেল। তবে 200 সিসি ইঞ্জিনের সঙ্গে। কারণ এই মুহূর্তে ভারতে 2 স্ট্রোক ইঞ্জিনের বাইক উত্পাদন বন্ধ তাই 4 স্ট্রোক ইঞ্জিন সমেত বাইকই লঞ্চ করতে হবে ইয়ামাহাকে।
আর 4 স্ট্রোক ইঞ্জিন করতে হলে বৃদ্ধি করতে হবে ইঞ্জিনের ক্ষমতা। এর পাশাপাশি BS6 ইঞ্জিনের সঙ্গেই মোটরসাইকেলটি লঞ্চ হতে পারে। 200 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন নিয়েও বাজারে প্রবেশ করতে পারে Yamaha RX। তবে এ ক্ষেত্রে মোটরবাইকের নামে বদল দেখা যেতে পারে।
Yamaha RX100 এ যে বৈশিষ্ট্য পাওয়া যায় তা হল সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন যা 11 পিএস শক্তি এবং 10.39 এনএম টর্ক তৈরি করে। বাইকের দু চাকাতেই রয়েছে ড্রাম এবং 10 লিটারের ফুয়েল ক্যাপাসিটি।
দারুণ মাইলেজ, পারফরম্যান্স এবং বিল্ড কোয়ালিটির জন্য পরিচিত এই বাইক। তবে মোটরসাইকেলের সেই পুরনো নস্টালজিয়ানা ফিরিয়ে আনা একটি বড় পরীক্ষা হবে সংস্থার কাছে। আপাতত বাইকের লঞ্চের তারিখ সংক্রান্ত কোনও তথ্য এখনও প্রকাশ করেনি সংস্থা।
অন্যদিকে নতুন স্পোর্টস বাইক Yamaha R3 এর আন-অফিসিয়াল বুকিং ভারতে শুরু হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। আগামীদিনে একাধিক নতুন মোটরবাইক লঞ্চ করতে চলেছে সংস্থা। যার মধ্যে রয়েছে MT-03, R7, MT-07, MT-09, R3 এবং R1M।
জানা গিয়েছে, দেশের একাধিক ডিলারশিপে 5,000 টাকা থেকে 25,000 টাকার বিনিময়ে Yamaha R3 এর বুকিং শুরু হয়ে গিয়েছে। ভারতে চলতি বছর শেষ নাগাদ এই বাইক লঞ্চ করতে পারে সংস্থা। মোটরবাইকেটি বিক্রি করা হবে ব্লু স্কোয়ার ডিলারশিপের মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।