বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার বাড়ার ফলে ‘ব্যাপক মানসিক ক্ষতি’ হয়েছে, এমন কোনো প্রমাণ মেলেনি। বুধবার শেষ হওয়া এক বৈজ্ঞানিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর- এএফপি
ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ইন্টারনেট ইনস্টিটিউটের এই গবেষণায় বিশ্বের ৭২টি দেশের প্রায় ১০ লাখ মানুষের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির মানব আচরণ ও প্রযুক্তি বিষয়ের অধ্যাপক অ্যান্ড্রু প্রজিবিলস্কি জানান, গবেষণায় সর্বোত্তমভাবে ও সাবধানতার সঙ্গে তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ‘ফেসবুক ব্যবহার ক্ষতিকর’- প্রচলিত এই ধারণাটি ভুল।
কোভিড মহামারির আগে শুরু হওয়া এই প্রকল্পের গবেষকরা ফেসবুকের মূল ডেটা সুরক্ষিত করার জন্য দুই বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।