এবার সামনে এলো রাবি শাখা শিবিরের সেক্রেটারির পরিচয়

zahid

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতির পরিচয় প্রকাশের সপ্তাহখানেক পর এবার সামনে এলো সেক্রেটারির পরিচয়। রাবি শাখা শিবিরের সেক্রেটারি জেনারেলের নাম মো. মোস্তাকুর রহমান জাহিদ।

zahid

সোমবার মো. নায়েম বিল্লাহ নামের এক শিবির নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেক্রেটারি জেনারেল মোস্তাকুর রহমান জাহিদ রাবির অ্যাগ্রোনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। অনার্সে তার সিজিপিএ ৩ দশমিক ৭৬ এবং মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৩ দশমিক ৯২ পেয়ে তৃতীয় হয়েছেন তিনি। বর্তমানে তার মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টার চলমান।

নায়েম বিল্লাহ বলেন, শিবিরের এই নেতা গত বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ফেলোশিপ পেয়েছেন। তার বাসা নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে। তার বাবা মো. মোজাহারুল হক স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষক।