আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকা স্কারবোরো শোলের প্রবেশপথে চীনের তৈরি ভাসমান বেড়া সম্প্রতি উঠিয়ে দেয় ফিলিপিন্স। বিষয়টি আপাতত দৃষ্টিতে তুচ্ছ মনে হলেও এটি চীনের আধিপত্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে।
এই ঘটনা সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রথমবারের মত সামরিক মহড়ায় আসিয়ান দেশগুলোর এক হওয়ার বৃহত্তর তাত্পর্য তুলে ধরে।
হংকং পোস্ট লিখেছে, ফিলিপিন্সের ন্যাশনাল ডিফেন্স সেক্রেটারি গিলবার্তো তেওডোরো জুনিয়র বলেন, “আমরা চীনের ‘গুণ্ডামি’র বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমরা থামব না। আমাদের সার্বভৌম অধিকার ও ভূখণ্ডের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে চীন।
তাদের দাবির কারণে বেশিরভাগ আসিয়ান দেশ নিজেদের সামুদ্রিক অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। দক্ষিণ চীন সাগরের বেশি এলাকা চীন নিজেদের বলে দাবি করে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।