আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতের পর্যটকবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ছিটকে পড়ে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও ১৬ জন। এছাড়া আরও ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি। পোখারা থেকে রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের ৪০ জন যাত্রীই ভারতীয় পর্যটক। তিনদিন আগে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ভারতের উত্তর প্রদেশ থেকে যাত্রা করেছিল বলে জানা গেছে।
তানাহুন জেলার ডিএসপি দীপকুমার রায় জানিয়েছেন, এখনো পর্যন্ত দুর্ঘটনাগ্রস্ত বাসটি মারস্যাংদি নদীর তীরেই পড়ে রয়েছে। অন্তত ১০ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুলের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ, মাধব পাউডেলের নেতৃত্বে ৪৫ জন সশস্ত্র পুলিশ কর্মীদের একটি দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বর্ষায় উত্তাল নদীর তীরে উল্টে পড়ে আছে বাসটি। তার একটু পাস দিয়ে একের পর এক রাবারের ডিঙি নিয়ে নদীতে উদ্ধারকাজে নামছেন উদ্ধারকারীরা।
এদিকে উত্তর প্রদেশের ত্রাণ কমিশনার জানিয়েছেন, নেপালে দুর্ঘটনার মুখে পড়া বাসটিতে রাজ্যের কেউ ছিলেন কিনা, তা জানতে নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মাসে ধসের জেরে মধ্য নেপালের ত্রিশূলী নদীতে ভেসে গিয়েছিল দুটি যাত্রীবাহী বাস। ৭ ভারতীয়সহ বাসদুটিতে ৬৫ জন যাত্রী ছিলেন। পরে ৫ ভারতীয়র মরদেহ উদ্ধার করা হয়েছিল। ব্যাপক অনুসন্ধান চালিয়েও এখনও পর্যন্ত ওই বাস দুটির কোনও সন্ধান পাওয়া যায়নি। ভেসে যাওয়া বেশ কয়েকজন যাত্রীরও সন্ধান পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।