জুমবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার (১৬ অক্টোবর) ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর বেড়েছে। এছাড়া এশিয়ার অন্যান্য মুদ্রা বড় দর হারিয়েছে। ফলে ভারতীয় রুপির মানে ধস নেমেছে। আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮৩ দশমিক ২৭৭৫ রুপিতে। মার্কিন মুদ্রার বিপরীতে যা সর্বকালের সর্বনিম্ন। আগের কর্মদিবসে তা ছিল ৮৩ দশমিক ২৬২৫ রুপি।
সাম্প্রতিক সময়ে গ্রিনব্যাকের বিপরীতে ভারতীয় রুপির অবমূল্যায়ন অব্যাহত রয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ভারতের মুদ্রার দরে ব্যাপক পতন ঘটে। ডলারপ্রতি মূল্যমান হ্রাস পেয়ে দাঁড়ায় ৮৩ দশমিক ২৬৭৫ রুপিতে। সেসময় তা ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে কম।
আলোচিত কর্মদিবসে ডলার সূচক স্থিতিশীল রয়েছে। বর্তমানে তা ১০৬ দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে।
তবে এশীয় অঞ্চলের অধিকাংশ দেশের মুদ্রার অবনমন হয়েছে। ডলারের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার কারেন্সি কোরিয়ান ওনের সর্বোচ্চ পতন ঘটেছে। আগের দিন তা শূন্য দশমিক ২৭ শতাংশ দর হারায়।
একটি বিদেশি ব্যাংকের এক বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী বলেন, ভারতীয় রুপি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। কিন্তু স্বাভাবিকের মতোই টিকে আছে।
ইতোমধ্যে রুপির পতন ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ফলে মুদ্রাটির অবমূল্যায়ন রাতারাতি ঘটছে না। স্বাভাবিকের মতোই আছে। ব্যবসায়ীরা বলছেন, স্পট বাণিজ্যে সরাসরি হস্তক্ষেপ করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ডলার সরবরাহ করেছে তারা। ফলে রুপির মান এক লাফে বেশি কমেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।