স্পোর্টস ডেস্ক : ভারতীয় নারী ক্রিকেট দল এক নজিরবিহীন বিশ্ব রেকর্ড গড়েছে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনশোর বেশি রান করে অনন্য কীর্তি স্থাপন করেছে স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌরদের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ৩৪২ রান। এই স্কোরের মাধ্যমে ভারতীয় নারী দল যুগ্মভাবে একটি গুরুত্বপূর্ণ বিশ্ব রেকর্ড গড়ে।
ভারতীয় নারী ক্রিকেট দল এই নিয়ে ২০২৪ সালে ওয়ানডেতে মোট চারবার তিনশোর উপর রান করল, যা এক ক্যালেন্ডার বছরে নারীদের সর্বোচ্চ ৩০০+ রান করা ম্যাচের রেকর্ড। তবে এই রেকর্ড শুধু ভারতের নয়; নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলেরও এক ক্যালেন্ডার বছরে চারটি ৩০০+ ওয়ানডে ইনিংস রয়েছে।
২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ভারতীয় নারী দল মোট ২১টি ওয়ানডে ম্যাচ খেলেছে এবং তার মধ্যে সাতবার ৩০০ রানের গণ্ডি পেরিয়েছে। এর আগে ভারতের প্রথম ৩০৬টি ওয়ানডে ম্যাচে মাত্র চারবারই তারা এই মাইলফলক অতিক্রম করেছিল।
কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করতে নামেন স্মৃতি মন্ধানা। শুরুটা কিছুটা ধীরে করলেও পরে দারুণ গতিতে রান তুলতে থাকেন তিনি। ১০১ বলে ১১৬ রানের দুর্দান্ত ইনিংসে তিনি হাঁকিয়েছেন ১৫টি চার ও ২টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১১৪.৮৫। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, মন্ধানা মাত্র ৯২ বলে তার শতক পূর্ণ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি, যা ভারতের নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।
স্মৃতি মন্ধানার দুর্দান্ত ইনিংস ছাড়াও আলোচনায় ছিলেন হার্লিন দেওয়াল, যিনি করেন ৫৬ বলে ৪৭ রান। হরমনপ্রীত কৌর ৩০ বলে করেন ৪১ রান এবং জেমিমা রডরিগেজ ২৯ বলে করেন ৪৪ রান। এই ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় ভারতীয় দল তিনশো রানের গণ্ডি টপকে পৌঁছে যায় ৩৪২ রানে।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মালকি মাদারা, দেবামী বিহঙ্গ এবং সুগন্ধিকা কুমারী—তারা প্রত্যেকে নিয়েছেন ২টি করে উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।