এমপিওভুক্তি নিয়ে যে তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

জুমবাংলা ডেস্ক : দেশের ৮ হাজার ২২৯ টি মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেছেন, সরকার ইসলামের কল্যাণ ও উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছে। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে তার সফল বাস্তবায়নের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ প্রতিষ্ঠা করে দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। কিন্তু এই সময়ে স্বাধীনতা বিরোধী চক্র নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, কারা ইসলামের নাম দিয়ে অন্য ধর্মের লোকদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে, অগ্নি সন্ত্রাস করেছে— তাও জাতি দেখেছে। সরকার দ্বীনের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে এমন অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। কারণ দেশের মানুষ এখন সচেতন।

তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষার প্রতি সরকার গুরুত্ব দেওয়ায় শিক্ষার্থীরা শিক্ষকদের যথাযথ পাঠদানের কারণে আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে দেশের শীর্ষ মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি হচ্ছে। ৫২টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে। ৮ হাজার ২২৯ টি মাদ্রাসা এমপিওভুক্ত হয়েছে।