জুমবাংলা ডেস্ক : রাজধানীসহ সারা দেশে আগামী চার-পাঁচ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এরপর পর্যায়ক্রমে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে এখনই তাপমাত্রা খুব বেশি বাড়ার শঙ্কা নেই বলে জানায় আবহাওয়া অফিস। তবে, মাসের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, যা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে রূপ নিতে পারে।
মাসের শেষে দু-একটি তীব্র তাপপ্রবাহের আভাস থাকলেও তা অতি তীব্র হবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।