জুমবাংলা ডেস্ক : প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোনো কোম্পানির শেয়ারের জন্য আবেদন করতে হলে এখন থেকে সেকেন্ডারি মার্কেটে কমপক্ষে ৫০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।
বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।
এতদিন সেকেন্ডারি মার্কেটে ২০ হাজার টাকা বিনিয়োগ থাকলেও একজন আইপিওতে শেয়ারের জন্য আবেদন করতে পারতেন।
এছাড়া, প্রবাসী কেউ আইপিওতে আবেদন করতে হলে তার বিনিয়োগ এর দ্বিগুণ থাকতে হবে বলেও কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ১ লাখ টাকা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকলেই কেবল প্রবাসী বিনিয়োগকারীরা আইপিওতে আবেদন করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।