গাজার ভেতরে প্রবেশ করা ইসরায়েলি সেনাবাহিনীর একটি দলের সাথে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠি হামাসের আল কাসাম ব্রিগেজের যোদ্ধারা। গত ৭ অক্টোবর হামাস–ইসরায়েল সংঘাত শুরুর পর এটিই দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষের প্রথম ঘটনা।
হামাস দাবি করেছে, এ সময় গোষ্ঠিটির অ্যাম্বুসে দুটি ইসরায়েলি সামরিক বুলডোজার ও একটি ট্যাংক ধ্বংস হয়েছে এবং এগুলোতে থাকা দেশটির সেনা সদস্যরা তাদের যানবাহনগুলো ফেলে ইসরায়েলে পালিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাসাম ব্রিগেড জানিয়েছে, ‘জায়নবাদী বাহিনীর সদস্যরা খান ইউনুসে অ্যাম্বুসের মুখে তাদের যানবাহন ছেড়ে কাটাতারের ওপারে পালিয়েছে।’
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, ইসরায়েল ডিফেন্স ফোর্স নিশ্চিত করেছে, এ ঘটনার সময় তাদের বাহিনী গাজায় সক্রিয় ছিল।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজার পশ্চিমে কিস্সুফিম এলাকায় সেনা সদস্যদের উপর গুলি ছোড়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।