আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ক্লাউড সিকিউরিটি স্টার্টআপ কম্পানি উইজ গুগলের মূল কম্পানি অ্যালফাবেটের অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দুই হাজার ৩০০ কোটি ডলারে কম্পানিটি কিনে নিতে চেয়েছিল অ্যালফাবেট। উইজের জন্য অধিগ্রহণের সবচেয়ে বড় প্রস্তাব এটাই ছিল। লোভনীয় প্রস্তাব হলেও উইজের নির্বাহী প্রধান আসাফ র্যাপাপোর্ট কম্পানিটি বিক্রি করতে রাজি হননি।
এর বদলে উইজকে স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত করতে চান তিনি। প্রথম ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও বিক্রির আগে বার্ষিক ১০০ কোটি ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন কম্পানিটির প্রধান। কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে আসাফ র্যাপাপোর্ট জানান, ‘অধিগ্রহণের প্রস্তাব পেয়ে অভিভূত হয়েছি। কিন্তু লক্ষ্য থেকে আমরা সরব না।
উইজকে বড় করতে কাজ চালিয়ে যাব।’ অধিগ্রহণের প্রস্তাব সম্পর্কে অবগত এক সূত্র জানিয়েছে, ‘উইজ বিশ্বাস করে তারা একাই সফল হতে পারবে। বিশ্বের সবচেয়ে বড় সাইবার সিকিউরিটি কম্পানি হতে চায় তারা।’ চলতি বছরই উইজ এক আর্থিক প্রতিবেদনে জানায়, এক বছরে তারা ৫০ কোটি ডলার আয় করেছে।
সূত্র : বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।