বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সত্যি বিস্ময়কর! এতোদিন কেবল শোনা যেত। দুটি ছায়াপথ (গ্যালাক্সি) কখনো কখনো একীভূত (মার্জার) হতে পারে। এবার সেই দৃশ্য দেখা গেল। জেমস ওয়েব টেলিস্কোপে সেই বিরল দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি এমন কয়েকটি ছবি প্রকাশ করেছে নাসা। খবর রয়টার্স।
যে দুটি ছায়াপথ একীভূত হয়েছে, এর একটির ডাকনাম পেংগুইন এবং অন্যটির নাম এগ। বিজ্ঞানীরা এই দৃশ্যকে অভিহিত করছেন মহাজাগতিক নৃত্য হিসেবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির দুই বছর লেগেছে এই রহস্য উন্মোচনে।
জেমস ওয়েব টেলিস্কোপটি ২০২১ সালে মহাকাশে পাঠানো হয়।পরের বছর থেকে যন্ত্রটি তথ্য সংগ্রহ শুরু করে। মহাবিশ্বের শুরুর অবস্থা পুর্নদৃশ্যায়িত করার চেষ্টা করে। যে দুটি ছায়াপথ একীভূত হওয়ার দৃশ্য এবার টেলিস্কোপটি প্রকাশ করেছে, তা পৃথিবী থেকে ৩২ কোটি ৬০ লাখ আলোকবর্ষ দূরে। এ দুটি হাইড্রা নক্ষত্রপুঞ্জের অংশ। এক আলোকবর্ষ বলতে এক বছরে আলো যে পথ পারি দেয়, ৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটারকে বোঝানো হয়।
নাসার ওয়েব টেলিস্কোপের সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট জেন রিগবি বলেন, ‘শত কোটি নক্ষত্রপূর্ণ দুটি গ্যালাক্সি আমরা দেখলাম।গ্যালাক্সি দুটির একীভূত হওয়ার প্রক্রিয়া দেখা গেল। একটা কমন ব্যাপার ঘটল, ছোটো গ্যালাক্সি কালের বিস্তারে বড় গ্যালাক্সি হয়ে ওঠে। যেমনটা ঘটেছে বিগ ব্যাংয়ের পর আমাদের মিল্কি ওয়ের ক্ষেত্রে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।